• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শহীদ আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ১৩:৫২, ১৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
শহীদ আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এখন সাক্ষ্য দিচ্ছেন শহীদ মো. ইয়াকুবের চাচা শহিদ আহম্মেদ। এর আগে সাক্ষ্য দিয়েছেন ইয়াকুবের মা রহিমা আক্তার।

বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে তৃতীয় দিনের সাক্ষ্য নেওয়া শুরু হয়। এরপর সাক্ষ্য দেবেন শহীদ ইসমামুল হকের ভাই মো. মহিদুল হক।

এর আগে গত দুইদিনে শহীদ আনাস ও শহীদ জুনায়েদের বাবা এবং একজন কলেজ শিক্ষকসহ মোট ৩ জন সাক্ষ্য দিয়েছেন। সবাই শেখ হাসিনাসহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আদালতে দেওয়া তাদের জবানবন্দিতে।

অন্যদিকে, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানোসহ ৭ জনকে হত্যার মামলায় অভিযোগ গঠন থেকে আসামিদের অব্যাহতির আবেদনের ওপর শুনানি চলছে। বেলা সাড়ে এগারোটার দিকে শুনানি শুরু হয়।

এই দুই মামলায় গ্রেফতার থাকা ১২ জন আসামিকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে যাদের সবাই পুলিশের সদস্য।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: