• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত

প্রকাশিত: ১৫:১৪, ২৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পলাতক ১৮ আসামির বিরুদ্ধে। সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এ আদেশ দেন।  

গত বছরের ১ জুলাই সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসসহ ৩৮ জনকে আসামি করে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তবে তদন্তে পাওয়া সুকান্ত নামের এক আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় রাষ্ট্রপক্ষ আপত্তি তোলে। এর প্রেক্ষিতে মামলার বাদি আজ ওই সুকান্তকেও মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন করেন। আদালত শুনানি শেষে বাদির আবেদন মঞ্জুর করে ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। এর আগে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মে চিন্ময় দাসকে আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।  


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2