• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আসাদুজ্জামান নূরের ৩ ফ্ল্যাট ও ১৬ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

প্রকাশিত: ২০:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আসাদুজ্জামান নূরের ৩ ফ্ল্যাট ও ১৬ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

অভিনেতা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ৩টি ফ্ল্যাট ও ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দেড়শ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মামলার এজাহারে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন ও নিজের দখলে রাখার অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া তার নামে থাকা ১৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে মোট ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগও করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে নথিপত্র ও তথ্য পর্যালোচনায় দেখা যায় আসাদুজ্জামান নূর মোট ২৯ কোটি ১ লাখ ৫৯ হাজার ১১৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক। ২০০৩-০৪ করবর্ষ হতে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তার বৈধ আয় ছিল ৩২ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৬৮৮ টাকা এবং পারিবারিক ব্যয় ছিল ৯ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৭৬১ টাকা। এতে তার নিট সঞ্চয় দাঁড়ায় ২৩ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার ৯২৭ টাকা। কিন্তু অর্জিত সম্পদের মধ্যে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি, যা ‘অসাধু উপায়ে’ অর্জিত বলে প্রতীয়মান হয়।

দুদক বলছে, তার ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসহীন ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলনের তথ্য রয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

বিভি/টিটি

মন্তব্য করুন: