• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

৫ দিনের রিমান্ডে পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার যুগল 

প্রকাশিত: ২১:০২, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
৫ দিনের রিমান্ডে পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতার যুগল 

ফাইল ছবি

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টির পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার (২১ অক্টোবর) এ আদেশ দেন।

এর আগে আজিম ও বৃষ্টিকে আদালতে হাজির করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই যুগলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বান্দরবান থেকে গ্রেফতার করা হয় আজিম ও বৃষ্টিকে। আজিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। আর বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে। তাঁদের কাছ থেকে মোবাইল, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্নো ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি আলামত হিসেবে জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2