• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

গ্রামীণ টেলিকমের শ্রমিকদের বকেয়া পাওনা বিষষে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ১৯:২৮, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
গ্রামীণ টেলিকমের শ্রমিকদের বকেয়া পাওনা বিষষে হাইকোর্টের নির্দেশ

গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত শ্রমিকরা কি পরিমাণ বকেয়া টাকা পেয়েছেন এ সংক্রান্ত তথ্য দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ জুন) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

গ্রামীণ টেলিকমের আইনজীবী আদালতকে জানান, শ্রমিকরা এ পর্যন্ত গ্রামীণ টেলিকম থেকে ৩৮০ কোটি টাকা পেয়েছেন। বাকি টাকা এখনও পরিশোধ করা হয়নি।

মামলা প্রত্যাহারের শর্তে গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত ১৭৬ জন শ্রমিকের পাওনা বাবদ ৪৩৭ কোটি টাকায় সমঝোতা করেন প্রতিষ্ঠানটির মালিক ড. মুহাম্মদ ইউনূস।

শুনানিতে বিচারপতি বলেন, ‘শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে এমন কথা শোনা যাচ্ছে। আদালতকে ব্যবহার করে অনিয়ম যেন না হয়ে থাকে। যদি সবকিছু আইন অনুযায়ী না হয় তবে বিষয়টি সিরিয়াসলি দেখা হবে। আদালত এবং আইনজীবীর সততা নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়টিও উল্লেখ করেন আদালত।’

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2