• NEWS PORTAL

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

২০৫ গ্রাম হেরোইন নিয়ে যাওয়ার সময় আটক লুসিয়ারা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৮, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
২০৫ গ্রাম হেরোইন নিয়ে যাওয়ার সময় আটক লুসিয়ারা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকা হতে হেরোইন বিক্রির অপরাধে এক মহিলাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রবিবার (১ অক্টোবর) দুপুরে এক অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্য্যাব-৫।

আটক মহিলা জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন মহিপুর এলাকার মৃত বেলাল উদ্দিন বিশ্বাসের মেয়ে লুসিয়ারা বেগম (৪৫)।

এ বিষয়ে র‌্যাবের মিডিয়া উইং থেকে  পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার দুপুর আড়াইটায় লুসিয়ারার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বসত বাড়ীর ঘরের মেঝেতে বিশেষ কায়দায় তৈরীকৃত গর্তের ভিতর থেকে ২০৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ লুসিয়ারাকে আটক করে র‌্যাব-৫।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লুসিয়ারা সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে তার বসত বাড়ীতে সংরক্ষণ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো বলে স্বীকার করেছে। এ ঘটনায় তাকে নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।

বিভি/এসএমএসডি/এজেড

মন্তব্য করুন: