স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, আটক-৫

রংপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ ডিসেম্বর) রাতে নগরীর মুছিরমোড় বটতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ওই এলাকায় গণধর্ষণের শিকার হন ওই নারী।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
তিনি জানান, নগরীর হাজিরহাট থানাধীন এলাকায় ছাগল চুরির অভিযোগ এনে এক নারীকে তার স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক। পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে রানা হাফিজুলের নেতৃত্বে গণধর্ষণ করেন তারা।
পরে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রানা ও হাফিজুলসহ ৫ জনকে আটক করে। আটককৃতরা হলেন আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু। ভুক্তভোগী ওই নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: