• NEWS PORTAL

  • শনিবার, ২২ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে দুই কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, আহত ৫

প্রকাশিত: ১৩:০৩, ১৮ মে ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে দুই কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রামে দুই কিশোরগ্যাংয়ের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ মে) আকবরশাহ বিশ্ব কলোনির কাঁচাবাজারে এ ঘটনা হয়। থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে দু'পক্ষ। 

অভিযোগকারী লায়লা বেগম জানান, বৃহস্পতিবার রাতে তার ছোট ছেলে তুষার ও তার বন্ধুদের ওপর হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্য শাকিব ও তার দল। হামলায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 
অপরদিকে সাকিবের বড় ভাই মো. রানা জানান, সাকিব তার বন্ধু আরাফাত ও ইমনের সাথে বাসায় ফিরছিল। এসময়  তুহিন শান্ত ও তুষারের নেতৃত্বে একদল কিশোর তাদের ওপর হামলা করে। 

আকবরশাহ থানার ওসি গোলাম রব্বানী  জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

বিভি/টিটি

মন্তব্য করুন: