• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

দিপু চন্দ্র দাসের মরদেহ পোড়ানোয় সরাসরি নেতৃত্ব দেওয়া ইয়াসিন গ্রেফতার

প্রকাশিত: ১৪:৩০, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৩০, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দিপু চন্দ্র দাসের মরদেহ পোড়ানোয় সরাসরি নেতৃত্ব দেওয়া ইয়াসিন গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ইয়াছিন আরাফাত নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে বুধবার (৭ জানুয়ারি) বিকালে তাকে গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, ইয়াছিন আরাফাত ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি ১২ দিন দেশের বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপনে ছিলেন। ঘটনার দিন পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকায় ইয়াছিন ছিল বলেও জানায় পুলিশ। দিপুকে হত্যার পর তার নিথর দেহ রশি দিয়ে টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয় সে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৯ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2