• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

রাজধানীতে গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ, গ্রেফতার ৬

প্রকাশিত: ১৬:৫৭, ৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ, গ্রেফতার ৬

রাজধানীর কলাবাগান থানা এলাকায় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন—প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কলাবাগান থানাধীন ৪০ লেকসার্কাস এলাকার শাহজালাল গেস্ট হাউজে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত মোট ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ৭৪ ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2