রিকশাচালক থেকে কোটিপতি পিরোজপুরের ‘মদ বাবু’ (ভিডিও)
এক সময়ে রিকশা চালিয়ে জীবন ধারণ করতেন। আওয়ামী লীগের ১৭ বছরে পেয়েছেন আলাদিনের চেরাগ। হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকা ও পিরোজপুরে কিনেছেন শত একর জমি। তিনি, পিরোজপুরের মদ বাবু। বাবু শেখ নাম হলেও সবার কাছে তিনি পরিচিত মদ বাবু নামে।
একসময় পিতা-মাতাকে নিয়ে অন্যের বাড়িতে বাস করতেন এই মদ বাবু। রিকশা চালিয়ে ও অন্যের বাড়িতে দিনমজুরি করে বাবা-ছেলে মিলে সংসার চালালেও পরে দিয়েছিলেন একটি ছোট্ট চায়ের দোকান। আওয়ামী আমলে পিরোজপুর সদর যুবলীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়ে এই মদ বাবু শুরু করেন মাদক ও চোরাচালান ব্যবসা। সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দাপট দেখিয়ে এলাকায় মাদক ও চোরাচালান ব্যবসা করে রাতারাতি বনে যান কোটি টাকার মালিক।
পতিত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এলাকায় গড়ে তোলেন বিশাল সন্ত্রাসী বাহিনী। এ সব ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন এলাকার মাদক ব্যবসা ও অবৈধভাবে বিভিন্ন মানুষের জমি দখল। তার এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রাণ দিতে হয়েছে স্থানীয় যুবক ও বিএনপিকর্মী লালন ফকিরকে।
অভিযোগ রয়েছে আওয়ামী লীগের ১৭ বছরে ঢাকা ও পিরোজপুরে এই মদ বাবু বিশাল মাদক কারবারের এসব কালো টাকা সাদা করতে নিজ এলাকায় জমি দখল করে নির্মাণ করেছেন বিশাল গরু, মুরগী ও মাছের খামার। ক্ষমতার অপব্যবহার করে খালের জমি দখল করে গ্রামের বাড়িতে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি।
কীভাবে এমন আলাদিনের চেরাগ পেলেন মদ বাবু? কীভাবে গড়লেন এত সম্পদ? তা নিয়ে জনমনে রয়েছে নানান প্রশ্ন। তবে মদ বাবুর মা ও ভাইদের দাবী, তারা কৃষি কাজ ও ব্যবসা করে এ সব সম্পদ গড়ে তুলেছেন।
সম্প্রতি ঢাকার একটি হত্যা মামলায় তিনি আটক থাকলেও কারাগারে বসেই নিয়ন্ত্রণ করছেন তার বিশাল সাম্রাজ্য।
মদ বাবুর সকল অপকর্মের জন্য তার যথাযথ শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।
বিভি/টিটি
মন্তব্য করুন: