• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

রেস্টুরেন্টে অবৈধ সংযোগ, জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ১৭ জুন ২০২৫

ফন্ট সাইজ
রেস্টুরেন্টে অবৈধ সংযোগ, জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

সাতক্ষীরায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে দক্ষিণা নামের একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মুনজিতপুরে দক্ষিণা নামক রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। 

এসময় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় রেস্টুরেন্ট মালিক জান্নাতুল ফেরদৌসকে ২০ হাজার টাকা জরিমানা করে। একই সাথে সংযোগ দেওয়ার অপরাধে ইলেক্ট্রেশিয়ান শাহিনুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইজুল ইসলাম জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারা রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিল। এমন অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় রেস্টুরেন্ট মালিককে তাদেরকে জরিমানা করা হয়েছে। 

তবে রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মোন্তাছির বলেন, আমরা হাজার হাজার টাকা ভ্যাট দেই। সামান্য বিদ্যুৎ সংযোগ কেন অবৈধভাবে নেবো। আমরা বিষয়টি অবগত ছিলাম না।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2