• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, নিষিদ্ধ আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ২১:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:১৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, নিষিদ্ধ আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী সজীবুল ইসলাম হৃদয়সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

বুধবার থেকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ১ সেপ্টেম্বর ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগ আয়োজিত মিছিলের আয়োজক মো. সজিবুল ইসলাম হৃদয়, ওয়ারী থানার ৩৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লা বিন আজিজ, লালবাগ থানার স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় কর্মী মো. রায়হান ওরফে পলিন, পল্টন থানার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. শাহাদাৎ নবী খোকা, শেরেবাংলা নগর থানার ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান মানিক, কলাবাগান থানা ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জামিল হোসেন পলাশ, শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগ সেক্রেটারি মো. গোলাম মোস্তফা, নিকলী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমদ।

ডিবিসূত্রে জানা যায়, বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৪ টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে মো. সজিবুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে, একই দিন সকাল আনুমানিক ৭টায় ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল্লা বিন আজিজকে গ্রেফতার করে।  বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. রায়হান ওরফে পলিনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে, একই দিনে রাত দেড়টায় ডিবি-সাইবার বিভাগের পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে মো. শাহাদাৎ নবী খোকাকে গ্রেফতার করে। 

ডিবি আরও জানায়, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে মো. আমিনুর রহমান মানিককে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে, একই দিনে রাত আনুমানিক ৩টায় ডিবি-সাইবার বিভাগের একটি টিম ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মো. জামিল হোসেন পলাশকে  গ্রেফতার করে। রাত আনুমানিক ১১:৪৫টায় রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মো. গোলাম মোস্তফাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। অন্যদিকে, একই দিনে রাত আনুমানিক ১:৩০ টায় শাহরিয়ার আহমদকে উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভগের একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল বলে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2