• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অবৈধভাবে পাহাড় কাটায় দুই লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অবৈধভাবে পাহাড় কাটায় দুই লাখ টাকা জরিমানা

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দুই জনকে ১ লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।

তিনি জানান, অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। এতে পাহাড় ভারী বৃষ্টিতে পাহাড়টি ভেঙে পরার শঙ্কা রয়েছে। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা অনুযায়ী পাহাড় কাটার ঘটনায় অভিযুক্ত  মো আক্তার হোসেন ও মো.সাহাব আলীকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক  মাসের জেল প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। এছাড়া পাহাড় কাটা মাটি পুন:স্থাপনের নির্দেশ দেয়।

পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।
 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2