• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ দোকানপাট উচ্ছেদ 

প্রকাশিত: ১৫:০২, ৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ দোকানপাট উচ্ছেদ 

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ জুলাই) দুপুরে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা ও বন্দরের সহকারী ভূমি কর্মকর্তা ফারিসতা এ উচ্ছেদ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এর আগে গত ঈদুল আজহার পরে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড় ঘেষে গড়ে উঠা এসব স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। নির্দেশের পরও যারা এসব ভ্রাম্যমাণ দোকানপাট সরিয়ে ফেলেনি অভিযান চালিয়ে আজ সেসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পতেঙ্গা সমুদ্র-সৈকতের এসব অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে দর্শনার্থীদের সমুদ্র দর্শনে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সমুদ্র সৈকত এলাকায় নোংরা আবর্জনা ফেলার কারণে পরিবেশ নষ্ট হতো।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: