• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১০ হাজার পিস ইয়াবা পাচার করে আনলেও শেষ রক্ষা হলো না

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
১০ হাজার পিস ইয়াবা পাচার করে আনলেও শেষ রক্ষা হলো না

সাতক্ষীরার মাহমুদপুর সীমান্ত থেকে ভারত থেকে অবৈধ পথে আনা ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। শুক্রবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার মাহামুদপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় নীল রঙের একটি হিরো হোন্ডা মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন।

আটক দুই মাদক চোরাকারবারীরা হলেন, সাতক্ষীরা শহরের ইটাগাছা বউবাজার এলাকার মোঃ ফজর গাজীর ছেলে মোঃ শাহীন গাজী (২৩) ও একই এলাকার মোঃ মিন্টু গাজীর ছেলে মোঃ নাছিবুল গাজী (১৮)।  

বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্ত দিয়ে কয়েকজন চোরাকারবারী অবৈধ পথে মাদকের একটি বড় চালান নিয়ে ভারত হতে বাংলাদেশে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ সেলিম আহম্মেদ এর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সীমান্তের মেইন পিলার-৩ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার মাহামুদপুর নামক স্থানে অভিযান চালায়। 

এসময় সেখান থেকে থেকে মাদক চোরাকারবারী শাহীন ও নাছিবুলকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় তাদের ব্যবহৃত নীল রঙের একটি হিরোহোন্ডা মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবাসহ মালামালের সর্বমোট বাজার মূল্য ৩১ লাখ ৩০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরসহ জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল ও মোবইল ফোনসহ আটককৃত আসামীদ্বয়কে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: