• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রকাশ্যে পিটিয়ে আহত করার পর গাজীপুরে আরেক সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:০৬, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
প্রকাশ্যে পিটিয়ে আহত করার পর গাজীপুরে আরেক সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা

নৃশংসভাবে পেটানো হচ্ছে আনোয়ার হোসেনকে (বায়ে) ও আসাদুজ্জামান তুহিন

গাজীপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সংবাদকর্মী হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে টেনে-হিঁচড়ে আহত করেছে দূর্বত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ঘটেছে হামলার এ ঘটনা। আরেকজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে।

বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন নামে এক সংবাদকর্মীকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুর সদর থানার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

এরপর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করে, তার বুকের ওপর উঠে লাফায়, পায়ের ওপর ইট দিয়ে থেঁতলে দেয় এবং টেনে-হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা ঐ সাংবাদিককে উদ্ধার বা হামলাকারীদের নিবৃত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত আনোয়ার হোসেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার একজন পেশাদার সাংবাদিক হিসেবে গাজীপুরে বিভিন্ন সামাজিক ও অপরাধ বিষয়ক সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন। ঘটনার পর তাকে পুলিশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তবে, তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগে পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে বলে দাবি জানিয়েছে স্থানীয় সংবাদকর্মীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2