ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সন্ত্রাসী ‘জাপানি হান্নান’ গ্রেফতার

জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’ অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তাকে শনিবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকা হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে গত সরকারের সময়কালে সংঘটিত ছাত্র আন্দোলনে হত্যা মামলা। এর আগেও সে একটি হত্যা মামলায় অনেক দিন জেল খেটে বের হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক চাদাবাজির মামলাও হয়েছে গত সরকার আমলে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, ‘জাপানি হান্নান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে তাকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।’
উল্লেখ্য, ‘জাপানি হান্নান’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন। ফ্যাসিবাদ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে উত্তরার এই শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেফতার হওয়ার খবরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: