• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ১১:২১, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার 

রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পালিয়েছে তার স্বামী।  

সোমবার (১৪ অক্টোবর) রাতে কলাবাগান প্রথম লেনে লন্ডন কলেজের পাশে একটি ভবনে এ ঘটনা ঘটে। তাসলিমা আক্তার নামে ঐ নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ওই ভবনের ছয়তলার একটি ফ্ল্যাটে দুই কন্যাসহ ওই নারী ও তার স্বামী থাকতেন। 

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কলাবাগান থানার ফার্স্ট লেনের লন্ডন কলেজের পাশের একটি ভবনে স্বামী ও সন্তানদের সঙ্গে বাস করতেন তাসলিমা।

ঘটনার বিষয় তিনি বলেন, নিহতের ৩ মেয়ে। বড় মেয়ের বয় ১৯ বছর, মেজো মেয়ের ১১ ও ছোট মেয়ের ৫ বছর। ছোট মেয়ে তার ভাইয়ের বাসায় থাকত। রবিবার (১২ অক্টোবর) রাত ১১ থেকে ৭টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে মনে হচ্ছে। নিহত নারীকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের বড় মেয়ের বরাত দিয়ে পরিদর্শক রফিক বলেন, নিহতের স্বামী নজরুল ইসলাম আজ ভোরে মেয়েদের ঘুম থেকে তুলে তাদের নিয়ে বাসা থেকে বের হন।

এই সময়ে মেয়েরা মায়ের কথা জানতে চাইলে তিনি জানান, অন্য লোকের সঙ্গে চলে গেছে। তিনি মেয়েদের নানার বাসা আদাবরে আসেন। পরবর্তীতে মেয়েদের সন্দেহ হলে তারা নানাবাড়ির স্বজনদের জানান। থানায় এসে খবর দিলে পুলিশ গিয়ে বাসা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে বাসার ডিপ ফ্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী নজরুলকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2