• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আবারও ৯ জেলেসহ ভারতীয় ফিশিং ট্রলার জব্দ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত: ২১:৩৯, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৪০, ২৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আবারও ৯ জেলেসহ ভারতীয় ফিশিং ট্রলার জব্দ

আবারো বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে বঙ্গোপসাগর থেকে নয় জেলেসহ ভারতীয় একটি ফিশিং ট্রলার জব্দ করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় গত বুধবার ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটিসহ ভারতীয় জেলেদের আটক করে নৌবাহিনী। পরে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মোংলার ফেরিঘাটে এনে মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী। জব্দ করা ভারতীয় ফিশিং বোটে প্রায় দেড় মেট্রিক টন টুনাফিশ রয়েছে। যা আদালতের নির্দেশনা মতে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এরপর জেলেদেরকে থানায় হস্তান্তর করে। এর আগে গত শুক্রবার (১৭ অক্টোবর) একটি ভারতীয় ফিশিং বোট জব্দ করেছিলো নৌবাহিনী। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে বুধবার বিকালে এফবি এনি নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে টহলরত নৌবাহিনী। ট্রলারটিতে নয় ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়। 

তিনি আরো বলেন, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়েরের পর শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2