• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করলো সেনাবাহিনী

প্রকাশিত: ১৭:২৭, ২৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৩১, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধার করলো সেনাবাহিনী

বিপুল অস্ত্র-বিস্ফোরক উদ্ধর করলো সেনাবাহিনী

রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেসের একটি ট্রেন থেকে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশনে এক অভিযানে এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অস্ত্র ও বিস্ফোরক পাচারের আশঙ্কা থাকায় অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে সেনা আভিযানিক দল। এ সময় ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২.৩৮৭ কেজি গান পাউডার এবং ২.২৮ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে সেনাবাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সমন্বয়ে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কমলাপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2