১৪ মাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ৪০: অধিকার
গেলো ১৪ মাসে দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার ৪০ জন। জানানো হয়েছে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৯ আগস্ট থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিচারবহির্ভূত ৪০ হত্যাকাণ্ডের মধ্যে নির্যাতনে মৃত্যু হয়েছে ১৪ জনের। গুলিতে ১৯ জন এবং পিটিয়ে হত্যা করা হয়েছে ৭ জনকে। গত ১৪ মাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ২৪২টি।
এদিকে, চলতি মাসে দেশে অজ্ঞাতনামা লাশ উদ্ধার এবং কারা হেফাজতে মৃত্যর ঘটনা বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এমএসএফের মাসিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়, চলতি অক্টোবর মাসে ৬৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: