• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

পোশাক নিয়ে নারীকে হেনস্তা, সেই হেলপার র‌্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত: ১৯:২৫, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পোশাক নিয়ে নারীকে হেনস্তা, সেই হেলপার র‌্যাবের হাতে গ্রেফতার

রাজধানীতে চলন্ত বাসে পোশাক নিয়ে নারীকে হেনস্তা করা সেই হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল।

গ্রেফতার নিজামুদ্দিন (৪৫) পেশায় রমজান পরিবহনের বাসের হেলপার।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন। মেজর আবরার ফয়সাল বলেন, ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে। গ্রেফতারের পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর ওই ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

নারীকে হেনস্তা করার ঘটনাটি গত ২৯ অক্টোবর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই ভিডিওতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন। সেসময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।

ভুক্তভোগী ওই নারী সিদরাতুল মুনতাহা রহমান আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় নিশ্চিত করে ঘটনার বিষয়ে লিখেছেন। তিনি জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2