• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

হঠাৎ আতঙ্ক বাড়াচ্ছে ডেভিলি’স ব্রেথ, নিঃস্ব অনেকেই!

জিয়া খান

প্রকাশিত: ১৫:১০, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
হঠাৎ আতঙ্ক বাড়াচ্ছে ডেভিলি’স ব্রেথ, নিঃস্ব অনেকেই!

ডেভিল’স ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ব্যবহারের মাত্রা দিনে দিনে বাড়ছে বাংলাদেশে। ফলে অপহরণ-ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। সাবেক উপ-পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল আজাদ বলেন, শয়তানের নিঃশ্বাস হচ্ছে এক ধরনের মাদক যা অভিনব প্রতারণায় ব্যবহার হচ্ছে। ধুতরার ফুল থেকে মাদকটি দেশে তৈরি হয় অথবা দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, ভেনিজুয়েলা থেকে অবৈধভাবে আনা হয়। দ্রুত পদক্ষেপ না নিলে তা ভয়াবহ রুপ নেবে। 

মিরপুর থেকে শিশু তানহাকে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করেছিলো দুষ্কৃতিকারীরা। যা তানহার নাকে-মুখে ধরার সাথে সাথে অপরিচিত লোকটির হাত হাটতে থাকে তানহা। শয়তানের নিঃশ্বাসের তীব্রতা এতোই বেশি ছিলো যে ছয়দিন পর তানহাকে উদ্ধারের পরও তার প্রতিক্রিয়া দেখেছিলো র‍্যাব। 

শয়তানের নিঃশ্বাসের খপ্পড়ে পড়ে সব কিছু হারিয়েছে নিঃশ্ব হওয়া ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। 

আইন-শৃঙ্খলা বাহিনী বলছে শয়তানের নিঃশ্বাসের প্রকৃত নাম স্কোপোলামিন। যা মূলত একটি মাদক। তৈরি হয় উদ্ভিত থেকে। বিশেষ করে ধুতরা নামের গাছ থেকে। মাদকটি সেকেন্ডেই নিয়ে নেয় আরেকজন মানুষের নিয়ন্ত্রণ।

আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, মাদকটির ব্যবহার দিন দিন বাড়ছে বাংলাদেশে। যা ভাবিয়ে তুলছে আইন-শূঙ্খলা বাহিনীকে।

সাধারণ মানুষ সচেতন না হলে এই মাদকের ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মনে করেন পুলিশের সাবেক ঊধ্বর্তন এই কর্মকর্তা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2