কিশোরগঞ্জের সাজাপ্রাপ্ত আসামি উজ্জ্বলকে খুঁজছে পুলিশ
								
													কিশোরগঞ্জ জেলার সাবেক ছাত্রনেতা মোঃ উজ্জল (২৮) একাধিক গুরুতর ফৌজদারি মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, হত্যাচেষ্টা ও দাঙ্গাসহ বিভিন্ন অভিযোগে একাধিক গ্রেফতারি ও সাজা পরোয়ানা জারি রয়েছে। তাকে গ্রেফতারে দেশব্যাপী অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ উজ্জল, পিতা- মো: আব্দুল কাদির, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কুর্শা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ঢাকার গেন্ডারিয়ার ৩৬, সরকার রোডেও বসবাস করতেন। তার বিরুদ্ধে রাজধানীসহ নিজ জেলায় একাধিক মামলা রযেছে।
এর মধ্যে কদমতলী থানার ৫৫ (০৪) ২০২৩ নম্বর বিস্ফোরক দ্রব্য মামলাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল (দ্রুত বিচার সামলা নং- ৮৮/২০২৪ ) থেকে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি হয়েছে। যেখানে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে জানা গেছে ২০২৩ এপ্রিলের অগ্নিসংযোগ ও অগ্নিদগ্ধ এক ব্যাক্তির হত্যার অভিযোগে আদালত তাকে ১৫ বছরের সাজা পরোয়ানা জারি করে। উক্ত মামলার ০৮ জন আসামির মধ্যে উজ্জল ১ নম্বর এবং প্রধান আসামি। বাকি ৭ জন আসামি জামিনে থাকলেও উজ্জল শুরু থেকেই পলাতক।
এই মামলায় আদালত ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩০৭ ৪২৭ এবং ৩৪ ধারার রায় ঘোষণা করেন, যার মধ্যে বেআইনি সমাবেশ, দাঙ্গা, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা, আঘাত, মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত, হত্যাচেষ্টা এবং ক্ষতিসাধনের মতো গুরুতর অপরাধ অন্তর্ভুক্ত।
এ ছাড়াও ঢাকার পল্টন থানায় তার বিরুদ্ধে ১০ (১) ২০২৩ নম্বর আরেকটি মামলা রয়েছে, যেটিতেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আরও জানা গেছে তার স্থায়ী ঠিকানায় বহুবার পুলিশ গিয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে সে নাকি কয়েক বছর যাবত পালিয়ে বেড়াচ্ছে। কেউ কেউ বলছে সে দেশ ছেড়ে পালিয়েছে। পুলিশ আরও জানায়, মোঃ উজ্জলের নিজ এলাকা কিশোরগঞ্জেও তার অপরাধমূলক কর্মকান্ডের রেকর্ড রয়েছে। তার নিজ থানা নিকলীতে ২০১৭ সালের একটি মামলাসহ কিশোরগঞ্জ জেলায় তার বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরক দ্রব্য মামলা বিচারাধীন।
একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এই আসামিকে ধরতে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। তার সম্ভাব্য অবস্থান শনাক করে গ্রেফতারের জন্য দেশজুড়ে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
						


							
							
 
										
							
							
							
							
							
							
							
							
							
							
											
											
											
											
মন্তব্য করুন: