• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৪৩, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী আফড়া এলাকায় ঠিকাদার আব্দুল মাজেদ শেখের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আব্দুল মাজেদ শেখ পেশায় একজন ঠিকাদার এবং দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দিনগত গভীর রাতে চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামে তার বসতবাড়িতে ৮–১০ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এসময় বাড়িতে থাকা এক নারী অতিথির কান থেকে জোরপূর্বক দুল ছিনিয়ে নিতে গেলে তার কানের লতি ছিঁড়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাকাতির খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ভুক্তভোগী আব্দুল মাজেদ শেখ জানান, “৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢোকে। তারা অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে টাকাপয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এমনকি অতিথির কানের দুল পর্যন্ত ছাড়েনি। ঘটনাটি অত্যন্ত ভয়াবহ।”

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, “ঘটনার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2