খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর টাঙ্গাইল শহরের শিবনাথ স্কুল মাঠে টাঙ্গাইল জেলা জিয়া মঞ্চের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ সদর আসনের বিএনপির মননোয়ন প্রত্যাশী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাসেদ. জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর, জেলা ছাত্র দলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, জেলা তাতী দলের আহবায়ক মো. শাহ আলম সহ বিএনপি যুবদল শ্রমিক দল ছাত্র দল মৎস্যজীবী দল ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেয়।
বিভি/এজেড




মন্তব্য করুন: