• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ছদ্মবেশে চলন্ত ফেরির জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে ধরলো নৌ-পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:২৫, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ছদ্মবেশে চলন্ত ফেরির জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে ধরলো নৌ-পুলিশ

দেশের ব্যস্ততম দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরিতে জুয়া খেলার সময় পেশাদার জুয়াড়ি চক্রের তিন সদস্যকে আটক করেছে নৌ–পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ–পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

আটককৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার বাহিরচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়া এলাকার মৃত তারক আলী মণ্ডলের ছেলে হাসান মণ্ডল (৫০), ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) দিবাগত রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌ–পুলিশের একটি দল ছদ্মবেশে দৌলতদিয়া ঘাটের ৭ নম্বর ফেরিঘাটে অবস্থান নেয়। পরে শাহ মখদুম নামের ফেরিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় জুয়ার তাস ও নগদ টাকা জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ফেরিতে উঠা–নামা করা যাত্রীদের নানা কৌশলে জুয়া খেলায় প্রলুব্ধ করে সর্বস্ব লুটে নিচ্ছে।

দৌলতদিয়া নৌপুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “চলন্ত ফেরিতে জুয়া খেলার সময় তিনজন পেশাদার জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
Delwar

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2