• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

রংপুরে স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় আটক ১

রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৩:৩৫, ১২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রংপুরে স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় আটক ১

রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুবর্ণা রায়কে (৬০) হত্যার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক যুবকের নাম মোরসালিন (২২)। তার বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমোস্ত বালাপাড়া গ্রামে। তিনি পেশায় টাইলসমিস্ত্রী বলে জানা গেছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় মোরসালিনকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয়েছে পুলিশ। রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র উদ্ধার অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশের অন্য একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডের দুইদিন আগে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে টাইলসের কাজ করেছিলেন মোরসালিন। রবিবার (৭ ডিসেম্বর) সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

যোগেশ চন্দ্র রায় শিক্ষক ছিলেন। ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। তার দুই ছেলে। বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে শুধু স্বামী-স্ত্রী থাকতেন।

গত রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢোকেন। বাড়ির প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে তারা ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে শোভেন চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2