• NEWS PORTAL

  • রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

উত্তরপত্র দেখে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ, আনসার সদস্যসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১১:৩৭, ১০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৩৭, ১০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
উত্তরপত্র দেখে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ, আনসার সদস্যসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের উত্তরপত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন আনসার সদস্য হিসেবে কর্মরত ও অপরজন গৃহিণী। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলা শহরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরিয়া মহাবিদ্যালয় দুইটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন— কালকিনি উপজেলার জুরগাঁও গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অমৃত মণ্ডল এবং সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকার আরিফুল ইসলামের স্থী লাভলী বেগম। অমৃত বর্তমানে আনসার সদস্য হিসেবে রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

পুলিশ ও একাধিক সূত্রে জানা যায়, সারাদেশে শুক্রবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শহরের পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অমৃত মন্ডল পরীক্ষা দিতে আসেন। পরে পরীক্ষা চলাকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ফোনটিতে পরীক্ষার উত্তরপত্র পাওয়া যায়। এ সময় তাকে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করেন কেন্দ্রে দায়িত্বরতরা।

অপরদিকে, একই দিনে সদর উপজেলার চরমুগরিয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে লাভলী আক্তার নামে আরেকজনকে আটক করেছেন শিবচর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম।

জানা যায়, চরমুগরিয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে বসে উওরপত্র হাতে লেখা একটি নোট পড়ছিলেন লাভলী। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নজরে পড়ে। এ সময় তাকে সন্দেহজনকভাবে ম্যাজিস্ট্রেটের কাছে হাস্তান্তর করেন। উত্তরপত্রের নোটের সঙ্গে নিয়োগপত্রের প্রশ্নের মিল পাওয়া যায়। পরে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে তোলা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2