• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করে আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‌্যাব ডিজি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৮:১৫, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:১৬, ২০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করে আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‌্যাব ডিজি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যার বিচার না হওয়া পর্যন্ত র‍্যাব থামবে না এবং শিগগিরই সেখানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করে আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে বলেছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। এদিকে র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের স্ত্রী ও সন্তানরা খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে ৪৩ জন র‌্যাব সদস্য অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে গিয়েছিলেন। জঙ্গল সলিমপুরে পৌঁছালে মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা শুরু করে সন্ত্রাসীরা।

র‍্যাব জানায়, হামলায় অন্তত ৪০০ থেকে ৫০০ জন অংশ নেন। হামলায় মোতালেব হোসেন ভূঁইয়া নামের এক র‍্যাব কর্মকর্তা নিহত এবং আহত হন আরও অন্তত তিন র‍্যাব সদস্য। যা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার লাশ দুপুরে ময়নাতদন্তের নেয়া হয় তার কর্মস্থল পতেঙ্গায় র‍্যাব-৭ এর কার্যালয়ে। এসময় সেখানে নিহতের স্বজন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। লাশ নিতে ঢাকা থেকে ছুটে আসা মোতালেব হোসেনের স্ত্রী দুই মেয়ে হত্যার নির্মম বর্ণনা দেন এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বিকেলে র‍্যাব-৭ এর কার্যালয়ে জানায়ায় অংশ নেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমানসহ মোতেলেবের সহকর্মীরা। জানাযা শেষে র‍্যাব মহাপরিচালক গণমাধ্যমকে বলেন মোতালেব হত্যার বিচার না হওয়া পর্যন্ত র‍্যাব থামবে না এবং  শিঘ্রই সেখানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করে আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।

জানাযার পর স্বজনারা লাশ দাফনের জন্য কুমিল্লায় গ্রামের বাড়ীতে নিয়ে যান। জঙ্গল সলিমপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জঙ্গল সলিমপুর গত চার দশক ধরে ধরেই পাহাড় দখল, অবৈধ বসতি ও প্লট বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠেছে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। হাজার কোটি টাকার সরকারি খাস জমির নিয়ন্ত্রণকে ঘিরে এখানে বছরের পর বছর ধরে চলে আসছে রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনোখুনি। যার সর্বশেষ শিকার র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত