র্যাব কর্মকর্তা মোতালেব হত্যা: আরো দুই আসামি গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের উপর হামলা, র্যাব কর্মকর্তা মোতালেব হত্যাসহ সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার দুই আসামি’কে গ্রেফতার করেছে র্যাব-৭।
গোয়েন্দা নজরদারীর মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকায় অভিযান চালিয়ে আসামি ইউনুছ আলী হাওলাদারকে গ্রেফতার করে র্যাব-৭। পরবর্তীতে তার দেয়া তথ্যমতে র্যাব-৭ এর আরেকটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ওয়াসা গলি এলাকায় অভিযান চালিয়ে আসামি খন্দকার জাহিদ হোসেনকে গ্রেফতার করে।
এর আগে গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় মোতালেব হোসেন ভূইঁয়া নামে র্যাবের এক কর্মকর্তা নিহত হন ও আহত হন র্যাবের আরো চার সদস্য।
এই ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০০জনকে আসামি করে সীতাকুন্ড থানায় মামলা দায়ের করে র্যাব -৭ এর কর্মকর্তা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: