• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এরশাদ শিকদারের মেয়ে

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:২২, ৪ মার্চ ২০২২

আপডেট: ১৮:৫৯, ৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এরশাদ শিকদারের মেয়ে

এরশাদ শিকদার ফাইল ছবি

গলায় ফাঁস দিয়ে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে জান্নাতুল নওরিন এশা (৩২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা গেলো, তিনি কুখ্যাত সিরিয়াল কিলার খুলনার এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। 

শুক্রবার (৪ মার্চ) ভোরে তার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয় এশার মা। পরে পুলিশ এশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এশার মামাতো ভাই রুশো বলেন, আমার ফুফা মৃত এরশাদ শিকদার। তার দ্বিতীয় স্ত্রী শোভা আক্তারের মেয়ে এশা। বর্তমানে গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের নবম তলায় এশা আমার ফুফুর সঙ্গে থাকতেন।

তিনি আরও বলেন, এশা সিটি কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে ফোনে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার সন্ধ্যায়ও তাদের ঝগড়া হয়।

রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে এশা নিজের ঘরে ঘুমাতে যায়। ভোরে এশাকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন ফুফু। পরে দরজা ভেঙে দেখেন, এশা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছে। এ সময় তার দুই হাতে ধারালো কিছু দিয়ে ক্ষতের চিহ্ন ছিল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

এবিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে এক তরুণীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি গুলশান থানায় জানানো হয়েছে।

২০০৪ সালের ১০ মে খুলনা কারাগারে ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরশাদ শিকদারের। 

বিভি/ এসএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2