• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতাসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ০০:২৯, ২৫ মার্চ ২০২২

আপডেট: ১২:০৭, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতাসহ নিহত ২

সংগৃহীত ছবি

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সোয়া ১১টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 

নিহত অপরজন হলেন রিকশা আরোহী সামিয়া আরেফিন প্রীতি (২৪)। তিনি বদরুন্নেসা কলেজের ছাত্রী ছিলেন। গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুন্না (২৬)। তিনি নিহত জাহিদুল ইসলাম টিপু (৫৪)-এর গাড়িচালক বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত সোয়া ১১টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। আহত মুন্নাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডিএমপির মতিঝিল বিভাগের পুলিশের উপ-কমিশনার আবদুল আহাদ বলেন, যানজটে আটকে থাকা অবস্থায় রাস্তার বিপরীত দিকে থেকে একজন হেলমেট পরা দুর্বৃত্ত টিপুর গাড়ির জানালা দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর ওই দুর্বৃত্ত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। কিন্তু কেন এই হত্যাকাণ্ড, পুলিশ তা তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।

নিহত টিপুর স্ত্রী ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2