বিধবা ভাবিকে ধর্ষণের পর পালিয়েও রেহাই পেলেন না দেবর

প্রতীকী ছবি
বিধবা ভাবিকে সুযোগ বুঝে ধর্ষণ করেছিলেন দেবর। ভাবিও চুপ থাকেননি। মামলা ঠুকে দিয়েছিলেন দেবরের নামে। দীর্ঘদিন পালিয়ে থেকেও রেহাই পাননি ওই অভিযুক্ত ওই দেবর। ধরা পড়েছেন গোয়েন্দা পুলিশের হাতে ।
ঘটনাটি ঘটেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরএলাহী ইউনিয়নে। ১০ মাস আগে ভাবিকে ধর্ষণ করায় তার বিরুদ্ধে মামলা হয়। এই ১০ মাস ধরে তিনি পলাতক ছিলেন। তবে গত শুক্রবার (২৫ মার্চ) রাতে উপজেলার গাংচিল বাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেবরকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৬ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান বড় ভাইয়ের বিধবা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় চার কন্যা সন্তানের জননী ভিকটিম বাদী হয়ে ২০২১ সালের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় দেবরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর আসামি গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। পরে গত বুধবার (২৩ মার্চ) মামলাটি নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আসাদুজ্জামান ও তানভীরুল হক চৌধুরী অভিযান চালিয়ে মামলার ১০ মাস পর এজাহারভুক্ত পলাতক আসামি ওই দেবরকে গ্রেফতার করে।
বিভি/এজেড
মন্তব্য করুন: