• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

নিউ মার্কেটে সংঘর্ষ: প্রধান আসামি বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার

প্রকাশিত: ১৯:৩৯, ২২ এপ্রিল ২০২২

আপডেট: ২০:০৫, ২২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
নিউ মার্কেটে সংঘর্ষ: প্রধান আসামি বিএনপি নেতা মকবুল গ্রেপ্তার

নিউ মার্কেট এলাকার সংঘর্ষ, ইনসেটে বিএনপি নেতা মকবুল হোসেন

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রধান আসামি বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তারকৃত মকবুল নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। তিনি সংঘর্ষের ঘটনায় পুলিশের করা একটি মামলার এক নম্বর আসামি।

নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনায় একটি হত্যা মামলাসহ তিনটি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশের দুই মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। এজাহারে নাম উল্লেখ করা ২৪ আসামির সবাই নিউ মার্কেট থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা। এ ছাড়া হত্যা মামলায় অজ্ঞাতপরিচয় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলার বাদী নিহত নাহিদ হাসানের চাচা মো. সাঈদ।  

নাহিদের পর নিউ মার্কেটের সংঘর্ষে মোরসালিন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে ১৫০ জনকে আসামি করে নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই নুর মোহাম্মদ। এই মামলায়ও আসামিরা অজ্ঞাত।  

বিভি/এসএইচ/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2