• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল, ঈদের পর আত্মসমর্পণ করবেন

প্রকাশিত: ২১:৪১, ২৫ এপ্রিল ২০২২

আপডেট: ২১:৫৬, ২৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল, ঈদের পর আত্মসমর্পণ করবেন

আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য হাজী সেলিমের ১০ বছর কারাদন্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় বিচারিক আদালতে পাঠানো হয়েছে। ফলে আইন অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। তবে হাজী সেলিমের আইনজীবী জানিয়েছেন, ঈদের পর তিনি আত্মসমর্পণ করবেন। 

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে রায়ের নথি পাঠানো হয় মহানগর দায়রা জজ আদালতে।

২০২১ সালের ৯ মার্চ বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয় বেঞ্ঝ এই রায় দেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশ পায় তা। 

এক এগারোর সরকারের সময় ২০০৭ সালে হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এরপর ২০০৮ সালে ১৩ বছরের কারাদন্ড দেয় বিচারিক আদালত। 

পরে হাইকোর্টে রায়ে বিরোধীতা করে আপিল করলে সাজা কমিয়ে ১০ বছর বহাল রাখে হাইকোর্ট।

আরও পড়ুন:

বিভি/এজেড

মন্তব্য করুন: