• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নিউমার্কেটের সংঘর্ষে জড়িত থাকা আরও ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২০, ৫ মে ২০২২

ফন্ট সাইজ
নিউমার্কেটের সংঘর্ষে জড়িত থাকা আরও ৩ শিক্ষার্থী গ্রেপ্তার

রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৫ মে) ভোরে শরীয়তপুর ও কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ. ন. ম. ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন সিয়াম ও বাপ্পী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। রাজধানীর কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে র‌্যাব।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। দফায় দফায় দুদিনব্যাপী এই সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজন মারা যান। শিক্ষার্থী ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।

বিভি/এজেড

মন্তব্য করুন: