• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ | ২৫ শ্রাবণ ১৪২৯

পদ্মা সেতুতে মূত্রত্যাগকারীদের ধরতে পারছে না গোয়েন্দা সদস্যরা

প্রকাশিত: ১৮:১০, ৩০ জুন ২০২২

আপডেট: ১৯:১৯, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
পদ্মা সেতুতে মূত্রত্যাগকারীদের ধরতে পারছে না গোয়েন্দা সদস্যরা

পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে টিকটক ভিডিও বানানোর অপরাধে বায়জিদ তালহাকে আটকের পর ধরা পড়েছে আরেক যুবক মাহদি হাসানও। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হয়েছে। তবে এখনও অধরা রয়েছে পদ্মাসেতুতে মূত্রত্যাগ করা দুই যুবক।

একাধিক গোয়েন্দা সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, বায়েজিদ ও মাহদি ভিডিওতে নিজের চেহারা দেখিয়ে ভিডিও করায় সহজে তাদের পরিচয় শনাক্ত করা গেছে। আত্মগোপনে থাকলেও দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে। কিন্তু মূত্রত্যাগ করা ওই দুই যুবকের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে তাদের চেহারা ধরা পড়েনি। এমনকি ভিডিও যারা করেছে তারাও তাদের চেনে না। এ অবস্থায় ওই দুই যুবকের পরিচয় শনাক্ত করাটা কঠিন হয়ে পড়েছে গোয়েন্দা সদস্যদের কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডির সাইবার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে দুই যুবক কিছুটা দূরে প্রস্রাব করছে সেতুর ওপর বসে। তাদের একজনের শার্টে রাকিব লেখা থাকলেও কোন রাকিব তা শনাক্ত করা যায়নি এখনও। তাছাড়া দুজনের একজনকেও চেহেরায় দেখা যায়নি। যিনি ভিডিওটি ধারণ করেছেন তিনিও তাদের চেহেরা দেখেননি। তাই তাদের শনাক্ত করতে একটু বেগ পেতে হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘পদ্মা সেতু বাঙালির আবেগ। এটি নিয়ে যারা উপহাস করেছে তাদের আইনের আওতায় আনতে কাজ করছি আমরা।’

চারদিনেও কেন তাদের ধরা যায়নি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঘটনার পর তারা যখন জানলো আইন-শৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছে তখনি তারা বাঙ্কারে চলে গেছে। তবে তারা যতই বাঙ্কারে থাকুক, আমরা তাদের খুঁজে বের করবো। কয়েকজনের তথ্য আমরা পেয়েছি। সেগুলো নিয়ে কাজ চলছে।’

বিভি/এসএইচ/এনএ

মন্তব্য করুন: