• NEWS PORTAL

  • বুধবার, ০৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মায়ের ভালোবাসা নয়, জন্মের পরই নির্মমতা দেখলো শিশুটি

প্রকাশিত: ১৭:০৬, ২৬ জুলাই ২০২২

আপডেট: ১৭:১১, ২৬ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মায়ের ভালোবাসা নয়, জন্মের পরই নির্মমতা দেখলো শিশুটি

মায়ের গর্ভে ধীরে ধীরে বেড়ে উঠছিল শিশুটি। হয়তো বিশাল কোনো স্বপ্নও ছিল পৃথিবীকে ঘিরে। কিন্তু আলোর মুখ দেখার সঙ্গে সঙ্গে তার পরিচিতি হয়েছে নির্মমতার সঙ্গে। মায়ের মমতা নয়, জন্মানোর পর পেয়েছে নিষ্ঠুর আঘাত। বলছি, ঢাকা মেডিকেলে চিকিৎসাধিন এক নবজাতকের কথা। ধানখেতে পড়ে থাকা ওই শিশুর মাথা ও মুখ খাচ্ছিলো পোকা-মাকড়ে।

নির্মমতার শিকার শিশুটিকে পাওয়া গেছে কুমিল্লার হোমনা উপজেলা দড়িচর এলাকার এক ধানখেতে।  মানিক মিয়া নামে এক ব্যক্তি প্রথমে দেখেন ওই শিশুকে। উদ্ধারের পর শিশুকে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে আনলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চলছে ক্ষত-বিক্ষত শিশুটির চিকিৎসা।

তবে কে বা কারা শিশুটিকে ধান খেতে ফেলে গেছে এই তথ্য এখনো পাওয়া যায়নি। কিন্তু স্থানীয়রা বলছেন, হয়তো অবৈধ কোনো সম্পর্কের জেরে জন্ম নিয়েছে শিশুটি। নিজেদের পাপ ঢাকতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে নবজাতককে।

শিশুটির সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন এবং খরচ বহন করছেন মোস্তাফিজুর রহমান মিলন নামে এক যুবক। শিশুটির উদ্ধারকারী মানিক মিয়ার পরিচিত এই মিলন। শিশুটিকে নিয়ে তিনি কয়েকদিন যাবত হাসপাতালেই আছেন। 

আপাতত শিশুটিকে বাঁচিয়ে তোলাই লক্ষ্য দায়িত্বরত সবার। অভিভাবকত্ব বা দায়িত্ব কেউ নিবে কি না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মন্তব্য করুন: