• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজধানীতে শত মানুষের সামনে ফিল্মি স্টাইলে ছিনতাই (ভিডিও)

প্রকাশিত: ১৮:১৩, ২০ অক্টোবর ২০২২

আপডেট: ২০:৫৯, ২০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ

রাজধানীর ব্যস্ততম সড়ক আসাদ গেইট এলাকায়। গত মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ট্রাফিক জ্যামে আটকে থাকা যাত্রীবাহী বাসগুলোকে টার্গেট করে মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেছিল তিন তরুণ। এতোদিন চোখের পলকে হাতে থাকা মোবাইলটি ছোঁ মেরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র।

অনেকটা ফিল্মি স্টাইলে ছুরি দেখিয়ে হুমকি দিয়ে বাস যাত্রীদের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেছিল তারা। নিরুপায় যাত্রীরা তাৎক্ষণিক বাসের দরজা-জানালা লাগিয়ে রক্ষা পেয়েছিলেন । তবে আশপাশে এতো মানুষের মাঝেও ছিনতাইকারীদের এমন দৌরাত্মে রীতিমত বিস্মিত ও আতংকিত যাত্রীরা।

আরও পড়ুন: রাজনৈতিক কর্মসূচিতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা বলছেন- রাজধানীর প্রতিটি স্থানে এই মুহূর্তে বড় আতঙ্কের নাম ছিনতাই। বেপরোয়া ছিনতাইকারীদের ভয়ে পথচারীদের তটস্থ হয়ে চলাফেরা করতে হয়। শুধু সন্ধ্যা বা রাত নয় ভোর কিংবা সকাল নয় দিনের বেলায়ও প্রকাশ্যে ঘটছে ছিনতাইয়ের ঘটনা।

আসাদ গেট এলাকায় প্রায়শই এমন ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। দিনের আলো নেভার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আতংক বিরাজ করে। তবে শত শত মানুষের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও প্রতিহত করতে কেউ এগিয়ে আসে না বলে জানান তারা। অন্যদিকে ঘটনার পর পুলিশও অপরাধীদের সনাক্ত করতে পারে না বলে অভিযোগ তাদের।

এবিষয়ে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক কথা বলতে রাজি হননি। তবে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. ফারুক হোসেন জানান,  ঘটনাটি পুলিশ ইতিমধ্যে আমলে নিয়েছে। রাজধানীতে ছিনতাইরোধে তৎপরতা বাড়াতে সব থানা পুলিশ এবং ডিবি পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ডিএমপি কমিশনারকে অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2