• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারীর আপত্তিকর ছবি দিয়ে চাঁদাবাজি, পুলিশের ফাঁদে পুলিশ গ্রেফতার

প্রকাশিত: ১৮:০২, ১৬ নভেম্বর ২০২২

আপডেট: ১৮:১২, ১৬ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
নারীর আপত্তিকর ছবি দিয়ে চাঁদাবাজি, পুলিশের ফাঁদে পুলিশ গ্রেফতার

বরিশালে একমাসের ব্যবধানে আবারও কোতোয়ালী মডেল থানা থেকে এক এসআইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিকাশের টাকা উত্তোলনকালে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার এসআই মেহেদী হাসান নগরীর স্ব-রোড বাকলার মোড় সংলগ্ন মন্টু ঘোষের বাসার তিন তলায় ভাড়ায় থাকেন। নগরীর আমতলা মোড় এলাকার এক নারীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, নগরীর এক নারীর আপত্তিকর ছবি দিয়ে চাঁদাবাজির অভিযোগের প্রেক্ষিতে এসআই মেহেদীর বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পূর্বে ওই নারীর অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা ফাঁদ পাতেন। মেহেদীকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ওই টাকা উত্তোলন করতে গেলে হাতেনাতে পুলিশ তাকে গ্রেফতার করে। 

পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এসআই মেহেদী হাসানের বিরুদ্ধে ফৌজধারী মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে দেওয়ার প্রক্রিয়া চলছে। গ্রেফতারের সঙ্গে সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান তিনি। 

এদিকে একমাস পূর্বে এক নারীকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলায় গেল ১৬ অক্টোবর কোতোয়ালী মডেল থানার এসআই আবুল বাশারকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। 

বিভি/টিটি

মন্তব্য করুন: