অবৈধ ওয়াকি-টকি ও জ্যামার-নেটওয়ার্ক বুস্টারসহ আটক ২

রাজধানীতে অবৈধ ওয়াকি-টকি ও জ্যামার-নেটওয়ার্ক বুস্টারসহ দু’জনকে আটক করেছে র্যাব-৩। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরীপাড়া এবং ধানমন্ডি এলাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন টিম ও র্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। র্যাব-৩ থেকে পাঠানো এক প্রেসবার্তা এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, অভিযানে সর্বমোট ছয়টি নেটওয়ার্ক বুস্টার, ছয়টি বুস্টার ইনডোর অ্যান্টেনা ও ছয়টি বুস্টার আউটডোর অ্যান্টেনাসহ দুইটি ওয়াকি-টকি জব্দ করা হয়। একই সঙ্গে আটককৃতদের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিটিআরসির অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়/বিক্রয় এবং ব্যবহার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিভি/এসএইচ/এইচএস
মন্তব্য করুন: