• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

আলুর ভরা মৌসুম, তবুও নাগালের বাইরে দাম 

প্রকাশিত: ১৫:৩১, ১৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আলুর ভরা মৌসুম, তবুও নাগালের বাইরে দাম 

আলুর ভরা মৌসুম, তবুও দাম নাগালের মধ্যে নেই। বাজারে সরবরাহের কোনো ঘাটতি না থাকলেও খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দরও। এদিকে, ডিম ও সবজির দাম অপরিবর্তিত থাকলেও চড়া মুরগি ও মাছের বাজার। 

আব্দুস শহীদ। গত ৩০ বছর ধরে রাজধানীর কারওয়ান বাজারে আলু বিক্রি করেন। তিনি জানান, আলুর ভরা মৌসুমে এবারের মতো আগে কখনও এত বেশি দামে আলু বিক্রি করেননি।

কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে বলে মনে করেন এই বিক্রেতা। ক্রেতারাও বিরক্ত আলুর দাম নিয়ে।

আলুর পাশাপাশি চড়া পেঁয়াজের বাজারও। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা দরে। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল।

এদিকে, ঈদের পর থেকে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লারসহ সব ধরনের মুরগীর দাম। 

প্রায় প্রতিটি নিত্যপণ্যের উচ্চ দামে আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমিশিম সাধারণ মানুষ।

স্বস্তির মধ্যে ডিম আর সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: