• NEWS PORTAL

  • রবিবার, ১৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রকল্পের ঋণ পরিশোধে বাংলাদেশ ঝুঁকিতে পড়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রকাশিত: ১৭:৩৯, ৭ মে ২০২৪

ফন্ট সাইজ
প্রকল্পের ঋণ পরিশোধে বাংলাদেশ ঝুঁকিতে পড়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

সরকার স্বীকার না করলেও ডলার সংকটে বিদেশিদের পেমেন্ট দিতে পারছে না, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, বলেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রকল্পের ঋণ পরিশোধে বাংলাদেশ ঝুঁকিতে পড়েছে বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (৭ মে) রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব বলেন তিনি। 

ড. দেবপ্রিয় বলেন, সরকার তথ্য-উপাত্ত নিয়ন্ত্রণ করছে, এটি সরকারের জন্য উপকারী নয়। বাংলাদেশ ব্যাংক তথ্যের নিয়ন্ত্রণ করতে গিয়ে অর্থনৈতিকভাবে সাংবাদিকদের নাশকতাকারী হিসেবে মূল্যায়ন করছে। সরকারের উচ্চ পর্যায় থেকে এমন নির্দেশনা এসেছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, আমলারা জনপ্রতিনিধিদের চেয়ে বেশি ক্ষমতাধরে পরিণত হয়েছে। জনপ্রতিনিধিদের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন থাকায় এমনটা হয়েছে বলেও মনে করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2