• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য, তবে চ্যালেঞ্জ দুর্নীতি: আইবিএফবি

প্রকাশিত: ১৫:০৩, ১১ জুন ২০২৪

ফন্ট সাইজ
প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য, তবে চ্যালেঞ্জ দুর্নীতি: আইবিএফবি

২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়ন যোগ্য, মনে করছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ: আইবিএফবি। তবে এই বাজেট বাস্তবায়নে দুর্নীতি বড় চ্যালেঞ্জ বলে মনে করছে তারা। 

মঙ্গলবার (১১ জুন) রাজধানীর তেজগাঁও বাজেট নিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইবিএফবি'র সভাপতি হুমায়ুন রশিদ এমন মন্তব্য করেন। 

তিনি বলেন, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দরকার সুশাসন ও যথাযথ মনিটরিং। ঘাটতি পূরণে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। 

ঘাটতি পূরণে দেশীয় বেসরকারি ব্যাংক থেকে ঋণ না নিয়ে বিদেশী ফান্ড থেকে অর্থ সংগ্রহের পরমার্শও দিয়েছেন আইবিএফবি'র সভাপতি। 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইবিএফবি'র উপদেষ্টা ড, মোহাম্মদ আব্দুল মজিদ বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা প্রসঙ্গে বলেন, এই সুবিধা দেয়ায় নিয়মিত করদাতাদের মধ্যে হতাশা তৈরি হবে, নতুন করদাতাও তৈরি হবে না।  

বিভি/এজেড

মন্তব্য করুন: