আদানির সঙ্গে চুক্তির বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে: ফাওজুল কবির খান

ছবি: মুহাম্মদ ফাওজুল কবির খান
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আদানির সঙ্গে চুক্তির বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার (২১ নভেম্বর) নীলফামারীর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে সকালে রংপুর, দিনাজপুর ও নীলফামারীসহ তিন অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা জানান।
এসময় রেলের অবৈধ জমি উদ্ধারের আশ্বাসও দেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, গত উপদেষ্টা পরিষদের সভায় ২০১০ সালের দ্রুত বিদুৎ ও জ্বালানি সংগ্রহের আইনটি পুরোপুরি বাতিল করা হয়েছে। এছাড়া নীলফামারীতে এখন গ্যাস দেয়া হবে না। আগে শিল্প কলকারখানার চাহিদা মিটিয়ে তার পর এ অঞ্চলে গ্যাস দেয়া যাবে বলে জানান তিনি।
রেলপথ সচিব ফাহিমুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক মুহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার মোর্শেদুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন এসময়।
বিভি/এআই
মন্তব্য করুন: