• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জানুয়ারির ১৮ দিনে রাষ্ট্রীয়সহ ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

প্রকাশিত: ২৩:২৯, ১৯ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
জানুয়ারির ১৮ দিনে রাষ্ট্রীয়সহ ৯ ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে ১৪ হাজার ৭২৩ কোটি টাকা রেমিট্যান্স এসেছে দেশে। তবে এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকসহ ৯টি ব্যাংকে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। 

রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির প্রথম দিন থেকে শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৯টি। এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক, ৩টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক।

এছাড়াও জানুয়ারির প্রথম ১৮ দিনে বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকের মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স আসেনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2