• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কেন্দ্রীয় ব্যাংকের শক্ত অবস্থানের কারণে মূল্যস্ফীতি কমছে: গভর্নর 

প্রকাশিত: ১৫:২১, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
কেন্দ্রীয় ব্যাংকের শক্ত অবস্থানের কারণে মূল্যস্ফীতি কমছে: গভর্নর 

ছবি: সংগৃহীত

বিতরণকৃত ঋণের যেন সদ্ব্যবহার হয় তা নিশ্চিত করতে গ্রাহকদের ঋণ দেবার ক্ষেত্রে সতর্ক হতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনুসর। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের শক্ত অবস্থানের কারণে মূল্যস্ফীতি কমছে। আর সেটি ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব।

এসএমই খাতে ব্যাংকগুলোর ঋণ দেবার অনীহার অভিযোগ বরাবরের। সাথে এ খাত নিয়ে বড় কোন আলোচনাও নেই। যদিও সরকারি হিসেবে বলা হচ্ছে জিডিপি এসএমই খাতের অবদান ৩০ থেকে ৩২ শতাংশ। এমন প্রেক্ষাপটে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীর বাংলা একাডেমিতে চারদিনের ‘পণ্য প্রদর্শনী ও মেলা-২০২৫’ শুরু হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নারীদের অর্থনীতি মূলধারার আসার সুযোগ দিতে হবে। বিতরণকৃত ব্যাংক ঋণে যেন আর নয়-ছয় না হয় এজন্য ব্যাংকগুলোকে সর্তক হবার কথাও বলেন তিনি। জানান, মূল্যস্ফীতি কমানো নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান। 

নারী উদ্যোক্তাদের ঋণ প্রাপ্যতা নিশ্চিতে আরো কাজ করা প্রয়োজন বলছেন ব্যাংকাররা। স্কুল পর্যায়ে ব্যাংকিং শিক্ষা নিয়ে যাবার পরিকল্পনার কথাও জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। 

বিভি/এসজি

মন্তব্য করুন: