• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলবে ভারত-পাকিস্তান যুদ্ধ’

প্রকাশিত: ১৯:২৩, ৮ মে ২০২৫

আপডেট: ১৯:২৩, ৮ মে ২০২৫

ফন্ট সাইজ
‘দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলবে ভারত-পাকিস্তান যুদ্ধ’

ভারত-পাকিস্তান সংঘাতে দেশ দুটিই শুধু নয় বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির ওপরও বিশাল প্রভাব ফেলবে, আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আকাশ ও সমুদ্রপথে পণ্য আমদানি রফতানি ব্যাহত হলে দেশে দ্রব্যমূল্য বাড়বে। এই মুহূর্তে বাংলাদেশের দিকে সামরিক ঝুঁকি না থাকলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রস্তুতি রাখতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত-পাকিস্তান। এসব পদক্ষেপের জেরে দুই দেশের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য-জাহাজ চলাচল বন্ধ; এসবেই থেমে থাকেনি, শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়েছে দুই দেশ। 

এমন অবস্থায় দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বেই এর ক্ষতিকর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ আশা করেন, বড় আকারে যুদ্ধে জড়াবে না পাক-ভারত। পুরোপুরি যুদ্ধ শুরু হলে আকাশ ও সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হবে। নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদের মতে, ভারত-পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়েও বাংলাদেশসহ প্রতিবেশি রাষ্ট্রগুলোর ওপর প্রভাব পড়বে। 

তাদের মতে, পাক-ভারত যুদ্ধে উস্কানিমূলক বক্তব্য না দেওয়া যাবে না। একইসাথে ভারতের দিককার যেকোন উস্কানির জবাবে সেনাবাহিনীর প্রস্তুতি থাকাটাও জরুরি বলে মনে করেন তারা। এছাড়াও সংকট ঠেকাতে প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: